রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

উন্নয়নশীল দেশে দেশীয় পুঁজিবাদ বিরোধী দেশীয় বুর্জোয়া সরকার বিরোধী সংগ্রামই মেহনতী জনগণের প্রধান সংগ্রাম

বর্তমানকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশিরভাগ দেশে সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ শোষণের অবসান ঘটে স্বাধীনতাপ্রাপ্ত এসকল দেশে পুঁজিবাদের দ্রু বিকাশ ঘটে পুঁজিবাদী সমাজ গড়ে উঠে এসকল উন্নয়ণশীল দেশ বস্তুতঃ স্বাধীন পুঁজিবাদী দেশে রাজনৈতিকভাবে স্বাধীন বুর্জোয়া রাষ্ট্রে পরিণত হয় এইভাবে বাঙলাদেশও একটি উন্নয়নশীল দেশ
 
এইসব উন্নয়নশীল দেশগুলির শ্রমিকশ্রেণীর মেহনতী জনগণের উপর দেশীয় পুঁজিবাদ এবং দেশীয় শাসক বুর্জোয়া, বুর্জোয়া রাষ্ট্র সরকারের শোষণ নির্যাতন প্রধান বিশেষতঃ উন্নয়নশীল দেশগুলির মেহনতী জনগণের উপর দেশীয় পুঁজিবাদ ক্ষমতাসীন দেশীয় বুর্জোয়া সরকারের শোষণ নির্যাতন প্রধান পাশাপাশি এসকল দেশের মেহনতী জনগণের উপর সাম্রাজ্যবাদের (পরোক্ষ) শোষণও বিদ্যমান
 
তাই উন্নয়নশীল দেশগুলির মেহনতী জনগণের মুক্তিসংগ্রামের পথে প্রধান সমস্যা প্রধান ত্রু হলো দেশীয় পুঁজিবাদ এবং দেশীয় শাসক বুর্জোয়া, বুর্জোয়া রাষ্ট্র সরকার বিশেষতঃ উন্নয়নশীল দেশের মেহনতী জনগণের মুক্তিসংগ্রামের প্রধান ত্রু হলো দেশীয় পুঁজিবাদ ক্ষমতাসীন দেশীয় বুর্জোয়া সরকার
 
সঙ্গত কারণে এসকল উন্নয়নশীল দেশে, বাঙলাদেশে অগ্রসর বিপ্লবী কমিউনিস্টদের কর্তব্য প্রধানতঃ দেশীয় পুঁজিবাদ বিরোধী এবং দেশীয় ক্ষমতাসীন বুর্জোয়া সরকার বিরোধী সংগ্রাম সংগঠিত করা একইসঙ্গে এসকল দেশে মেহনতী জনগণের অন্যতম ত্রু সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম গড়ে তোলা তবে সঙ্গত কারণে এসব দেশে সাম্রাজ্যবাদ (পরোক্ষ) বিরোধী সংগ্রাম চলমান দেশীয় পুঁজিবাদ বিরোধী ৰমতাসীন দেশীয় বুর্জোয়া সরকার বিরোধী সংগ্রামের অধীন
 
পরাধীন দেশে (সামন্তবাদী অথবা পুঁজিবাদী) সাম্রাজ্যবাদের শোষণ মূলতঃ রাজনৈতিক স্বাধীন দেশে (সামন্তবাদী অথবা পুঁজিবাদী) সাম্রাজ্যবাদের শোষণ মূলতঃ অর্থনৈতিক পরাধীন দেশে মেহনতী জনগণের প্রধান সংগ্রাম গণতান্ত্রিক স্বাধীন দেশে (পুঁজিবাদী) মেহনতী জনগণের প্রধান সংগ্রাম সমাজতান্ত্রিক
 
তথাপি দীর্ঘদিন যাবত উন্নয়নশীল দেশে, বাঙলাদেশে কমিউনিস্টরা প্রধানতঃ সাম্রাজ্যবাদ (পরোক্ষ) বিরোধী সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেন ফলে লেনিন উত্তর রাশিয়ার কমিউনিস্ট পার্টি চীনের কমিউনিস্ট পাটির এই ভ্রান্ত তত্ত্বগত লাইনের ভিত্তিতে এসকল দেশে মেহনতী জনগণের প্রধান ত্রু বিরোধী সংগ্রাম রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রাম যথাযথভাবে গুণগতভাবে বিকাশলাভ করেনি স্বাধীনতা উত্তর ভারত, পাকিস্তান, শ্রীলংকা বাঙলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তার প্রমাণ
 
প্রকৃতপক্ষে উন্নয়নশীল দেশগুলিতে, বাঙলাদেশে শ্রমিকশ্রেণীর মেহনতী জনগণের প্রধান সংগ্রাম রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রাম দেশীয় পুঁজিবাদ উচ্ছেদ এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দেশীয় বুর্জোয়া রাষ্ট্র সরকার উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার সংগ্রাম উন্নয়নশীল দেশে, বাঙলাদেশে অগ্রসর বিপ্লবী কমিউনিস্টদের জরুরী কর্তব্য হলো নিজ নিজ দেশে প্রধানতঃ পুঁজিবাদ উচ্ছেদ এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলা দেশীয় বুর্জোয়া রাষ্ট্র সরকার উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলা
 
তারিখঃ ২১.১১.২০১১                           আইউব রেজা চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন