বুধবার, ২০ জুলাই, ২০১১

ভিকারুননিসার নির্যাতিত ছাত্রীর পাশে এসে দাঁড়ান। ধর্ষনকারী শিক্ষকের শাস্তির দাবীতে এগিয়ে আসুন।

কয়েকদিন আগে ভিকারুননিসা স্কুলের একজন ছাত্রী ধর্ষিত হয়েছে তার স্কুলের একজন শিক্ষকের দ্বারা কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা রুমানাকে তার স্বামী নির্মম পাশবিক অত্যাচার করেছে পিরোজপুরের গরীব কৃষকের মেয়ে হেনা ধর্ষিত হওয়ার পর খুন হয়েছে ফতোয়াবাজদের হাতে ঢাকায় ফ্যাক্টরীতে রাস্তায় শ্রমজীবী নারীরা নির্যাতিত হয় নিয়মিত এরকমটাই আমাদের সমাজে নারী নির্যাতনের প্রকৃত চিত্র

 

বাঙলাদেশের সমাজে নারীরাই সবচেয়ে বেশী নির্যাতিত বাঙলাদেশের সমাজ পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজে থাকে পুরুষের প্রাধান্য পুঁজিবাদী সমাজে বেশীরভাগ ধন সমপত্তির মালিক পুরুষ প্রায় সকল পুজিপতি, ব্যবসায়ী, সরকারী-বেসরকারী কর্মকর্তা পেশাজীবী পুরুষ ব্যক্তিমালিকানা, ঐতিহ্যের জের ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা পুরুষতন্ত্রের উৎস পুঁজিবাদী সমাজে পুঁজিবাদ ক্ষমতাসীন সরকার পুরুষতন্ত্রের প্রধান রক্ষক

 

এবার ভিকারুননিসা স্কুলের নির্যাতিত ছাত্রীটির পাশে এসে আন্তরিকভাবে দাঁড়িয়েছেন সমাজের হাজার হাজার প্রগতিশীল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী নরনারী এই ঘটনায় তারা অবাক, তারা ক্ষুব্ধ তারা প্রতিবাদী সমাজ সচেতন এসকল মানুষ ভিকারুননিসা স্কুলের ছাত্রীর ধর্ষনকারী নিকৃষ্ট শিক্ষকের দৃষ্টান্তমূল শাস্তি চান তারা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদেরও উপযুক্ত শাস্তি দাবী করেন

 

পাশাপাশি, সরকারী বেসরকারী কেন্দ্র থেকে কিছু সংখ্যক পরিচিত চ্চবিত্ত মধ্যবিত্ত বুদ্ধিজীবীরাও ভিকারুননিসা স্কুলের নির্যাতিত ছাত্রীর পাশে এগিয়ে এসেছেন এসকল বুদ্ধিজীবী ভিকারুননিসা স্কুলের এই ধিকৃত ঘটনার উপর অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন উপস্থিত করছেন এবং তাঁরা এই ব্যাপার নানারকম বুদ্ধি পরামর্শ জ্ঞান বিতরণ করছেন কিন্তু তারা বাঙলাদেশের সমাজে নারী নির্যাতন অবসানের ক্ষেত্রে প্রধান শর্তটি সম্পর্কে সম্পূর্ণ নীরব থাকছেন

 

এসময়ে সমাজের সবচেয়ে অগ্রসর সবচেয়ে প্রগতিশীল নরনারীর প্রধান কর্তব্যকর্ম ভিকারুননিসা স্কুলের ছাত্রীর ধর্ষনকারী শিক্ষকের দৃষ্টান্তমূল শাস্তির দাবীতে এগিয়ে আসা খুটিনাটি বিষয়কে নয়, ঘটনার মূল বিষয়টিকেই প্রধানতঃ গুরুত্ব দেয়া মূল লক্ষ্যে ঐক্যবদ্ধ লাগাতার সংগ্রাম গড়ে তোলা শেষ পর্যন্ত ধর্ষনকারী শিক্ষকের জঘন্য অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করা বাঙলাদেশের সমাজে নারী নির্যাতন অবসানের পথকে আরও শক্তিশালী করা

 

কিন্তু শ্রেণীসমাজে নারী নির্যাতনের অবসানের পথ কঠিন শ্রেণীসংগ্রামের পথ হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয় সমাজে ব্যক্তিমালিকানার উদ্ভবের পরই নারী নির্যাতনের উদ্ভব হয়েছে যতদিন ব্যক্তিমালিকানা থাকবে পুঁজিবাদ থাকবে ততদিন সমাজে পুরুষতন্ত্র নারী নির্যাতন অনিবার্য কেবল ব্যক্তিমালিকানার চ্ছেদের পরই সমাজে নারী নির্যাতনের অবসান ঘটতে পারে

 

প্রকৃতপক্ষে সঠিক অগ্রসর রাজনৈতিক সংগ্রাম ছাড়া বাঙলাদেশে চলমান কোন অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম জয়যুক্ত হতে পারেনা নারী নির্যাতনের অবসানের চলমান সংগ্রামও সফল হতে পারেনা বাঙলাদেশে সঠিক অগ্রসর রাজনৈতিক সংগ্রাম প্রধানতঃ পুঁজিবাদ উচ্ছেদ সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বুর্জোয়া রাষ্ট্র সরকার চ্ছেদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার সংগ্রাম

 

 

 
তারিখঃ ২৯.০৬.২০১১                            আইউব রেজা চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন