বুধবার, ৬ জুলাই, ২০১১

মেহনতী জনগণের সংবিধান যথাযথ নির্ধারণের প্রশ্নে বাঙলাদেশের কমিউনিস্টদের তত্ত্বগত বিভ্রান্তি

বুর্জোয়া সংবিধানের সংশোধনের প্রশ্নে বাঙলাদেশের শাসক বুর্জোয়ারা এখন বড় সংকটে কিন্তু মেহনতী জনগণের সংবিধান যথাযথ নির্ধারণের প্রশ্নে বাঙলাদেশের কমিউনিস্টরা এখন আরও বড় সংকটে তত্ত্বগত বিভ্রান্তিই কমিউনিস্টদের এই সংকটের পেছনে প্রধান কারণ
বর্তমানকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ শোষণের অবসান ঘটেছে দীর্ঘকাল আগে পৃথিবীর বেশীরভাগ দেশ মূলতঃ আত্মনির্ভরশীল পুঁজিবাদী দেশ এবং রাজনৈতিকভাবে স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র বাঙলাদেশ মূলতঃ আত্মনির্ভরশীল পুঁজিবাদী দেশ এবং রাজনৈতিকভাবে স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র বাঙলাদেশের পুঁজিবাদ সাম্রাজ্যবাদ নির্ভর নয়
কিন্তু তারপরও স্বাধীন বুর্জোয়া বাঙলাদেশে কমিউনিস্টদের একটি বড় অংশ বাহাত্তরের সংবিধানের (বুর্জোয়া-পেটিবুর্জোয়া সংবিধান) মূলনীতি সমর্থন করে বাঙলাদেশের কমিউনিস্ট আন্দোলনে এই ধারাটি অতিশয় ক্ষতিকর সংঙ্কারবাদী ধারা এসকল কমিউনিস্ট মার্কসবাদ-লেনিনবাদের প্রতি আন্তরিকভাবে আস্থাবান নন
স্বাধীন পুঁজিবাদী বাঙলাদেশে কমিউনিস্টদের অপর একটি বড় অংশ জনগণের গণতান্ত্রিক সংবিধান (নয়া গণতান্ত্রিক অথবা জনগণতান্ত্রিক সংবিধান) প্রতিষ্ঠার সংগ্রাম করে বাঙলাদেশের কমিউনিস্ট আন্দোলনে এই ধারাটি অপরিমেয় ক্ষতিকর নৈরাজ্যবাদী ধারা এসকল কমিউনিস্ট মার্কসবাদ-লেনিনবাদের প্রতি সচেতনভাবে আস্থাবান নয়
বাঙলাদেশের কমিউনিস্টদের উপরোক্ত তত্ত্বগত বিভ্রান্তির পেছনে লেনিন উত্তর রাশিয়ার কমিউনিস্ট পার্টি চীনের কমিউনিস্ট পার্টির পশ্চাদপদ তত্ত্বগত অবস্থান বিশেষভাবে দায়ী উপরোক্ত দুই পার্টি সাম্রাজ্যবাদ বিষয়ক লেনিনের তত্ত্বকে বিকৃত করেছে দুই পার্টি সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ শোষণ পরোক্ষ শোষণের মধ্যকার পার্থক্যকে (সরাসরি উপনিবেশিক রাষ্ট্র বিষয়ক) আড়াল করেছে এরা পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদের বিকাশের অনিবার্যতাকে স্বীকার করেনি
বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য লেনিন উত্তর রাশিয়ার কমিউনিস্ট পার্টি চীনের কমিউনিস্ট পার্টির পশ্চাদপদ তত্ত্বগত লাইনকে প্রত্যাখান করা মার্কসবাদ-লেনিনবাদের পতাকাকে সমুন্নত রাখা মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে মার্কসবাদ-লেনিনবাদের তত্ত্বকে সৃজনশীলভাবে বিকশিত করা
অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র বাঙলাদেশে বিদ্যমান বুর্জোয়া সংবিধানের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম সংগঠিত করা বাঙলাদেশে পুঁজিবাদের উচ্ছেদ এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলা বুর্জোয়া বাঙলাদেশে সমাজতন্ত্রের সংগ্রাম ছাড়া বুর্জোয়াদের প্রগতিশীল অংশের সঙ্গে কমিউনিস্টদের পার্থক্য খুঁজে পাওয়া যাবেনা বুর্জোয়া ভারতে সমাজতান্ত্রিক সংগ্রাম ছাড়া বুর্জোয়াদের প্রগতিশীল অংশের সঙ্গে কমিউনিস্টদের পার্থক্য খুঁজে পাওয়া যাবেনা
তারিখঃ ২৯.০৬.২০১১                                                                  আইউব রেজা চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন