রবিবার, ২ জানুয়ারী, ২০১১

গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী মেনে নাও, গার্মেন্টস শ্রমিকনেতা মোশরেফা মিশুকে মুক্তি দাও।

# চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার কর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও। 
# সকল শিল্প কারখানায় গার্মেন্টস শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দাও।
# গার্মেন্টস শ্রমিকনেতা মোশরেফা মিশুকে মুক্তি দাও। আটক সকল গার্মেন্টস শ্রমিকনেতা ও কর্মীদের মুক্তি দাও।
# সারাদেশে রাষ্ট্রীয় ও সরকারী সকল প্রকার শোষণ নির্যাতন বন্ধ কর।
# সারাদেশে বিনা বিচারে হত্যা বন্ধ কর। সকল নাগরিককে আত্মপক্ষ সমর্থনের অধিকার দাও। নারী নির্যাতন বন্ধ কর। 

# সকল শ্রমিকের গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন পনের হাজার টাকা (আপাততঃ দশ হাজার টাকা) নির্ধারণ কর।
# গ্রামাঞ্চলে স্থায়ীভাবে ক্ষেতমজুরের কাজের বন্দোবস্ত কর। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও।
# গ্রামাঞ্চলে গরীব কৃষকের ন্যায়সঙ্গত দাবী মেনে নাও। রূপগঞ্জের গরীব কৃষকের ন্যায়সঙ্গত দাবী মেনে নাও।
# ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ কর। যুদ্ধাপরাধীদের বিচার কর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাও। দুর্নীতিপরায়ন রাজনৈতিক নেতা, শিল্পপতি, ব্যবসায়ী, আমলা ও পেশাজীবিদের বিচার কর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাও। 

# জাতীয় সম্পদ তেল গ্যাস কয়লা সম্পদ রক্ষা কর। সাম্রাজ্যবাদী পুঁজি বাজেয়াপ্ত কর। 


কমিউনিস্ট ইউনিয়ন
তারিখঃ ১৬/১২/২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন